মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশে প্রতিনিয়ত জ্যামিতিক হারে বাড়ছে করোনা রুগী, সেই সাথে কর্ম বঞ্চিত হচ্ছে সকল মানুষ, কাজে বের হতে না পারায় অসহায় হয়ে পড়েছে অনেক কর্মজীবি মানুষ।
এলাকার মানুষের দূর্দশার কথা ভেবে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী।
রবিবার ৫ই এপ্রিল থেকে প্রতিদিন নিজ উদ্যোগে বেলহাড়া গ্রাম, লাহিড়ী বাজার,চাড়োল ও পতিলাভাষা এলাকার গরিব ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
তিনি ৭ এপ্রিল মঙ্গলবার রাতের আধারে গরিব ও অসহায় পরিবারের মাঝে চাড়োল ও পতিলাভাষায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন।
তিনি গত বৃহস্পতিবার করোনার আতংকে কতিপয় ড্রিগ্রীধারী ডাক্তার যখন জ্বর, সর্দি, কাশির রুগীদের চিকিৎসা দিতে অনীহা ও জীবনের ঝুকি মনে করে ঠিক সেই সময় এলাকার পল্লী চিকিৎসকদের মাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। তিনি পল্লী চিকিৎসকদের অসহায় মানুষের সেবা দানে এগিয়ে আসার আহবান জানান।
তিনি এলাকার অসহায় মানুষের মাঝে ৫ শত মাস্ক ও ৫ শত সাবান বিতরণ করেন এবং এলাকার অসহায় মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান।