রকি চন্দ্র সাহা,দৈনিক বাংলার অধিকার: সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন' পরিবারের এর উদ্যোগে এবং সৌদি প্রবাসী হাজী মোঃ নুরুল ইসলাম ও হাজী মোঃ আমির হোসেনের সহযোগিতায় চাঁদপুর জেলায় করোনার প্রভাবে ঘরবন্দি কর্মহীন, অসহায় গরীব-দুঃস্থ পরিবারের মাঝে ৭ ও ৮ এপ্রিল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের চাঁদপুর ইউনিটের ইউনিট প্রধান মোঃ ইয়াকুব আলী সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক সহ অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবকগণ চাঁদপুর জেলার রাজাপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামের ১২০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। যাদের অক্রান্ত পরিশ্রমে এই ত্রাণ বিতরণের কাজ সম্পূর্ণ হয় তারা হলেন: ইউনিট প্রাধান (চাঁদপুর)মোঃইয়াকুব আলী, অর্থ সম্পাদক (চাঁদপুর) মোঃনিয়ামত উল্যাহ, সদস্য মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম,মাজারুল, জয়নাল আবদিন, শাহজাহান, কক্সবাজার ইউনিট প্রধান, নিয়ামত উল্যাহ প্রমুখ। এই কার্যক্রম নিয়ে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আফজাল খান মোবাইল বার্তায় জানান, আমরা চাই সমাজের বিত্তবানরা জাতির এই ক্রান্তিলগ্নে আর্থিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসুক। এই সংকটময় মুহূর্ত উত্তরণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এছাড়াও আজকে কক্সবাজার চকরিয়া ১৫০ জন হতদরিদ্র শ্রমজীবি মানুষের মাঝে আমাদের খাবার বিতরণ করার প্রক্রিয়া চলছে।আমরা আর্থিকভাবে আরো সহযোগিতা পেলে সমাজের আসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বদ্ধপরিকর।