|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গ্রামে গ্রামে লগডাউন ও বেরিগেড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২০
মোঃ রুহুল আমিন রাহিম (টাঙ্গাইলপ্রতিনিধি) গত মঙ্গলবার (৭ই মার্চ) টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক,জানা যায় মহামারী করোনা ভাইরাসের কারণে বিপর্যয় দেখা দিয়েছে বিশ্বজুড়ে। থমকে গেছে গোটা বাংলাদেশ। এমন অবস্থায় টাঙ্গাইল জেলার সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের সচেতনতার দিক ভেবে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
ইতিমধ্যেই টাঙ্গাইল জেলার প্রবেশপথগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে বাহিরের কোন লোক এই জেলায় প্রবেশ করতে না পারে, অ্যাম্বুলেন্স ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য বহনকারী গাড়ি ব্যতীত অন্য কোন যানবাহন যাতে প্রবেশ করতে না পারে সেজন্য বসানো হয়েছে চেকপোস্ট।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বেশ কয়েকটি গ্রামের প্রবেশপথে এলাকাবাসীকে বাঁশের ব্যারিকেড দিতে দেখা গেছে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামের প্রবেশ পথে স্থানীয় লোকজন ও যুব সমাজের উদ্যোগে বাঁশ দিয়ে বেড়া দিতে দেখা যায়,
আশেপাশের গ্রাম থেকে কেউ যাতে এই গ্রামে প্রবেশ করতে না পারে এবং গ্রামের লোকজন যাতে বিনা কারণে ঘর থেকে বের না হয় সেজন্যে গ্রামের রাস্তার বেশ কয়েকটি অংশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে পুরো গ্রামকে আটকে লকডাউন ঘোষণা করা হয়,মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গ্রামের মানুষকে সচেতন করতে একদল শিক্ষার্থী নানা সচেতনতামূলক পদক্ষেপ হাতে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে
গত বুধবার (৮ই মার্চ) গ্রামে ভিতরে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে মেইন রাস্তার বেশি কয়েকটি স্থানে বাঁশ দিয়ে বেড়া দেয় এবং গ্রামের মানুষকে অহেতুক ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন তারা।
এর আগেও এই গ্রামের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক পানি ছিটিয়ে স্প্রে করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.