গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):-
সোনাগাজী উপজেলার আমিরাবাদে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "চরলামছি গ্রাম কল্যাণ পরিষদ"র উদ্যোগে, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির'র উপস্থিতিতে ৭ই এপ্রিল মঙ্গলবার সকালবেলা চরলামছি, চর কৃষ্ণজয় (আদর্শ), চর সোনাপুর নদীভাঙ্গন এলাকায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় ৪০০টি পরিবারকে ঘরেঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রদত্ত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, ডাল, ছোলাবুট, পেয়াজ, তেল, আলু, সাবান ও লবন সহ মোট ২১ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এইসময় উপস্থিত ছিলেন- চরলামছি গ্রাম কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন শিপন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, যুব ক্রীড়া ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল আবছার, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক গিয়াস উদ্দিন রানা,
আরো উপস্থিত ছিলেন- চরলামছি সমাজ কমিটির সভাপতি ও সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিলন (সচিব মিলন), চরলামছি ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আবদুল কুদ্দুস, রসুল আহমেদ কালামিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি আহমেদ করিম বলি, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন পামেল সহ সমাজের গণমাণ্য নেতৃবৃন্দ উপস্থিত।
সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাহাব উদ্দিন, প্রবাসী সাইফুল ইসলাম খন্দকার, নুর উদ্দিন জাহাঙ্গীর, মাবুল হক, মনসুর আলী প্রমূখ।
উল্লেখ্য যে, চরলামছি গ্রাম কল্যাণ পরিষদ চরলামছি গ্রামে বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ইতিপূর্বে সংগঠনের অর্থায়নে বিভিন্ন বিদ্যালয়ে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, গরীব সুবিধা বঞ্চিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা, গুণীজন সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হয়েছে।