গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):
করোনা আতঙ্কে কর্মহীন সাধারণ মানুষের জন্য ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি'র ব্যক্তিগত অর্থায়নে পাঠানো খাদ্য সামগ্রী, সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের গরীব, অসহায়, দুঃস্থ, শ্রমজীবী ও দিনমজুর ৪৫০টি পরিবারের মাঝে সুষমভাবে বিতরণ করা হয়েছে।
৪ই এপ্রিল শনিবার সকালে নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের নেতৃত্বে বিতরন করা হয়।
এমপি নিজাম হাজারীর পাঠানো খাদ্য সামগ্রী সুষম বণ্টনের লক্ষ্যে ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে পূর্ব অংশের দায়িত্ব নেন-নবাবপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন। পশ্চিম অংশে ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবকে দায়িত্ব দেওয়া হয়। ইউনিয়নের দুই অংশে সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দুঃস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা যুবলীগের সহসভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক হকসাব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল মন্নান, মহিলা ইউপি সদস্য সাফিয়া, বন্দর মার্কেট তরুন সংঘের সভাপতি শেখ কামাল সৌরভ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি'র এমন মানবিক উদ্যোগের জন্য প্রশংসা করেন এবং নবাবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।