সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে বিশ্বের সব দেশে চলছে লকডাউন। বাংলাদেশী প্রায় দুই কোটি'র মত শ্রমজিবী মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভাগ্যর চাকা উন্নয়নের জন্য জীবন বাজি রেখে প্রবাসে পড়ে আছে। কিন্তু কয়েকমাস ধরে প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে প্রবাসীদের জীবন যাত্রার মান স্থবির হয়ে পড়ে। একদিকে নাই তাদের কাজ, আরেক দিকে পরিবার নিয়ে আছে দিশেহারা। বিভিন্ন দেশে কর্মরত প্রবাসিরা কান্না জড়িত কন্ঠে দৈনিক বাংলার অধিকারকে বলেন, অসহায় মানুষকে বাংলাদেশ সরকার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ'রা ত্রান সামগ্রী বিতরন করে আসছে যা গনমাধ্যমে প্রতিনিয়ত প্রচার হচ্ছে। কিন্তু আমরা যারা প্রবাসে পড়ে আছি তাই খুব চিন্তিত আমাদের পরিবারকে নিয়ে। করোনা ভাইরাসের কারনে কয়েকমাস যাবত কাজে যেতে পারছিনা, টাকাও পাঠাতে পারছিনা পরিবারের কাছে, এমতাবস্থায় বাংলাদেশ সরকার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রবাসী কল্যান মন্ত্রালয়ের প্রতি উদাত্ব আহবান জানাচ্ছি সকল প্রবাসীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে ত্রান সামগ্রী দেওয়ার অনুরোধ জানান, না হলে করোনা ভাইরাস এর আতংক নহে, না খেয়ে মারা যাবে প্রবাসীদের পরিবার পরিজন। প্রবাসীরা স্থানীয় প্রসাশন সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করছে।