আহসান হাবীব জুয়েল রাজশাহী প্রতিনিধীঃ
মোঃ ইব্রাহীম বাবু, নাচোলঃ- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হস্তক্ষেপে বন্ধ হলো রাজবাড়ি হাট। করোনা ভাইরাস প্রতিরোধে এ হাট বসানো বন্ধ করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা নিশ্চিত করেছেন।
আজ বৃহসপ্রতিবার সকালে নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ি হাট সকালে বসার চেষ্টা করলে থানা পুলিশের একটি দল তাৎক্ষনিক পৌছে গিয়ে বন্ধ করেন হাট।
পরে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিশ মমতাজ নাচোল থানা পুলিশ নিয়ে হাটে উপস্থিত হয়ে বন্ধ করেন হাটের কার্যক্রম।
সেই সাথে দুই ব্যাক্তিকে অর্থ দন্ড করেন এসময়,নাচোল থানা পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।