|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে হাসি খুশি সংঘ এর উদ্যোগে অসহায়দের মাঝে নিত্য সামগ্রী বিতরন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২০
নিজেস্ব প্রতিবেদকঃমুন্সীগঞ্জ শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা গ্রামে করোনা ভাইরাসের কারনে গরীব দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে(যারা স্বাভাবিক জীবন যাপনে অক্ষম) সকল মানুষের মাঝে হাসি খুশি সংঘের এর উদ্যোগে ব্যাক্তিগত তহবিল থেকে নিত্য দ্রব্য সামগ্রী,সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার দক্ষিণ মান্দ্রা গ্রামে ৩০০ টি পরিবারের মাঝেপ্যাকেটে,৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি পেয়াজ,১ লিটার তেল,২ টি ডেটল সাবান,১ কেজি আটা, ১কেজি লবন ও মাস্ক বিতরণ করা হয়েছে।এছাড়াও দরিদ্রের মাঝে ওষুধ দেওয়া হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন,মোঃসজিব শিকদার,এডভোকেট মোঃ রাসেল আমিন খান,মোঃ সাহালম শেখ,মোঃ দিপু শেখ,মোঃ সাহিন মোড়ল,মোঃ সজল আহমেদ,মোঃ হীরা শেখ,মোঃ টুটল শেখ, মোঃ নিখিল শেখ,রাকিব আকন্দ, মোঃলোসাদ শেখ, সাংবাদিক তারিকুল ইসলাম সদস্য সুজন-সুশাসনের জন্য নাগরিক ও নারী শিশু অধিকার ফোরাম আহবায়ক কমিটির সদস্য মুন্সীগঞ্জ জেলা শাখা সহ আরো প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.