|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষীপুরের জ্বর সর্দি-কাশি নিয়ে দুই রোগী লক্ষ্মীপুর সদর হাসপাতালে আইসোলেশনে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২০
সিরাজুল ইসলাম লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত দুই রোগীকে গতকাল মঙ্গলবার আইসোলেশনে রাখা হয়। আজ বুধবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফফার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, দুজনের মধ্যে একজনকে সদর হাসপাতালে স্থাপিত আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আরেকজনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।দুজনের মধ্যে একজন নারী, যার বয়স ৮০ বছর। আরেকজনের বয়স ৪৮ বছর।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফফার বলেন, শ্বাসকষ্ট , জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া কয়েক দিন আগে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.