|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
হোসাফ গ্রুপের পক্ষে সোনাগাজীর আমিরাবাদে ৮’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সোনাগাজীতে কর্মবিমুখ ৮'শ পরিবারের মাঝে হোসাফ গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ'র চেয়ারম্যান শিল্পপতি মেয়াজ্জেম হোসেনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন- আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির।

৩১ মার্চ মঙ্গলবার সকাল থেকে তিনি কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় আনোয়ারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব, হোসাফ গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ'র কর্মকর্তা নূরুল আমিন ফারুক, ইউপি সদস্য আবদুল বারিক আরুমিয়া, গোলাম কিবরিয়া শামীম সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের ক্রান্তিকালে কর্মহীন মানুষদের জন্য এই খাদ্য সামগ্রীর ব্যবস্থা করায় চেয়ারম্যান জহিরুল আলম জহির এবং আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল বারিক আরু মিয়া হোসাফ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মোয়াজ্জেম হোসেনের প্রতি আমিরাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.