|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে এক ঘরে ৩ জন অসুস্থ্য করোনা ভাইরাস সন্দেহে এলাকায় আতঙ্ক -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২০
হাসানুজ্জামানঃ
চাঁদপুরের শাহরাস্তিতে একই ঘরে ৩ জন অসুস্থ্য হওয়ায় করোনা ভাইরাস সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
৩০ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার কাজির নগর ও পদুয়া গ্রামের সীমান্তে নতুন হাজী বাড়িতে এই অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ির শাহ্ আলমের ছেলে রেদোয়ান হোসেন সাজ্জাদ (১৬) গত ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে বাড়ি আসে। আসার পরেই সে অসুস্থ্য হয়। এরপরই তার ছোট বোন ফারজানা আক্তার (৩) ও মা বিলকিছ বেগম (৩৪) অসুস্থ্য হয়।
এবিষয়ে অসুস্থ্য সাজ্জাদের দাদা নুরুল ইসলাম বলেন, সংসারের সবাই সুস্থ্যই ছিলো। নাতি সাজ্জাদ চট্টগ্রাম থেকে বাড়ি আসার পর থেকে এক এক করে তারা অসুস্থ্য হতে থাকে। বর্তমানে গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় রয়েছে তারা।
অসুস্থ্য সাজ্জাদ বলে, আমি ২৬ মার্চ মার্চ বৃহস্পতিবার বাস যোগে বাড়ি আসি। বাড়িতে আসার পরই আমি জ্বর ও কাশে আক্রান্ত হই। সাথে শরীর ও মাথা ব্যথা রয়েছে। আমি অসুস্থ্য হওয়ার পর আমার ছোট বোন ফারজানা, তারপর মা অসুস্থ্য হয়। তাদেরও একই সমস্যা রয়েছে। তবে তারা মাঝে-মধ্যে বমি করে। আমরা চিকিৎসা নিচ্ছি। সংশ্লিষ্ট প্রসাশনের কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা কামনা করে সে।
এলাকাবাসী বলেন, একান ওকান থেকে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মোবাইলে অবহিত করি। সংশ্লিষ্ট প্রসাশন দেখভালের আশ্বাস প্রদান করেছেন।
অতিদ্রুত তাদের এঅবস্থা হওয়ায় আমরা শংকিত ও আতঙ্কিত। অসুস্থ্য ব্যক্তিদের শারিরীক পরীক্ষা ও সু-চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ্য করে তুলতে সংশ্লিষ্ট প্রসাশন ও সরকারের সু-নজর কামনা করেন তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.