|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুক্তাগাছায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে প্রশাসন ততপর – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২০
সংবাদাতা মুক্তাগাছা :
সোমবার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মুক্তাগাছা উপজেলার বিভিন্ন বাজারে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান। সরকারি আদেশ অমান্য করে এ্যাম্বুলেন্স করে যাত্রী বহন ও মোটর সাইকেলে একের অধিক আরোহী নিয়ে চলাচল করায় ৩ জনকে জরিমানা করেন এবং খাদ্যদ্রব্য ও নিত্যপ্রযোজনীয় সামগ্রী দোকান ব্যতীত অন্য সব দোকান পাট বন্ধ রাখার কথা থাকলেও যেসব দোকান মালিক অমান্য করে দোকানপাট খোলা রাখছে তাদের বিরুদ্ধে মোট ৫ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানাসহ সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চা দোকান খোলা রেখে আড্ডাবাজীতে সহায়তা করায় বেশকিছু চা দোকান বন্ধ করান আবিদুর রহমান । তিনি আরও বলেন করোনা ভাইরাস নিয়ে মানুষের মাধ্যে সচেতনতা সৃষ্টি করতে মুক্তাগাছা উপজেলা প্রশাসন দিনভর কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক প্রচার অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.