|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে হতদরিদ্র মানুষের পাশে দাড়ালেন তরুন সমাজ সেবক বাজুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন উৎপল দাশ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২০
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবার সতর্ক থাকা ও সবাইকে সচেতন রাখা সেই স্লোগানকে সামনে রেখে কিছু হত দরিদ্র মানুষের পাশে দাড়ান এলাকার তরুন সমাজ সেবক ও বাজুয়া ইউনিয়ন পরিষদেন প্যানেল চেয়ারম্যান উৎপল দাশ। নিজ তহবিল থেকে তিন শত পন্চাশ পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী হিসাবে চাউল বিতরন করেন।চাউল বিতরন কালে দাকোপের লাউডোবের কৃতি সন্তান সংরক্ষিত মহিলা আসনের এমপি গ্লোরিয়া সরকার ঝর্না উপস্হিত থেকে তার নিজস্ব তহবিল থেকে তেল, লবন ও ডাউল বিতরন কালে তিনি বলেন আসুন করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হই। নিজে সচেতন হই, পরিবার-পরিজন ও আশেপাশের সকলকে সচেতন করি। সংক্রমণ থেকে রক্ষাপেতে নিয়মিত সাবান বা হান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত থাকি। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বাহির হই। সকলে সচেতন হলেই কেবলমাত্র এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।তিনি আরো বলেন করোনার বিস্তার রোধে মেনে চলুন হোম কোয়ারেন্টাইন প্রক্রিয়া। নিজেকে অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন রাখুন, দায়িত্বশীল আচরণ করুন। যাবতীয় কাজ ঘরে বসেই সেরে নিন। আপনার দায়িত্বশীল আচরণই পারে অসংখ্যা জীবনকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে পারে।সকল কে সচেতন থেকে উৎপলের মত মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়ে বিত্তবান দের এগিয়ে এসে এই সংকট মোকাবেলা করতে আহবান করেন।এই সময় উপস্হিত ছিলেন রাজনৈতিক, সাংবাদিক ও শুশিল সমাজের নেতৃবৃন্দ। পরে উৎপলের নিজ খরজে খাদ্য সামগ্রী হতদরিদ্রদের বাড়ী বাড়ীতে পৌছে দেওয়া হয়।এ সময় উপস্হিত ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,সিনিয়র সহসভাপতি ও এসডি টিভির সার্বিক পরিচালক স্বপন কুমার রায়, সাবেক সাধরন সম্পাদক মোজাফর হোসেন,,সাংবাদিক তুষার দাস, আব্দুল ছোবাহান, তুষার রায়,কামরুল শেখ,বেলাল হোসেন,নাসির সরদার,কামরুল মিস্ত্রী,রহিম গাজী প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.