|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর আমিরাবাদে কর্মহীন ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন- ফারুক হোসেন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
করোনা ভাইরাস পরিস্থিতিতে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের কর্মহীন, হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ১৫০টি পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন- উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফেনী জেলা পরিষদের সদস্য মোঃ ফারুক হোসেন।
ফারুক হোসেন আমিরাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩০ মার্চ সোমবার সকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীন, হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধীদের হাতে সকল ওয়ার্ডের মেম্বারদের উপস্থিতে এই খাদ্য সামগ্রীগুলো তুলে দেন।
তিনি করোনা সচেতনতায় বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণকে সচেতন করেন ও মাস্ক বিতরণ করেন।
এইসময় আরো উপস্থিত ছিলেন- আমিরাবাদ ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম সহ নেতাকর্মী ও ইউপি সদস্যগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.