|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় অবৈধভাবে সড়ক দখল করায় মোবাইল কোর্টে জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউনিয়ন'র দারোগাহাট বাজার থেকে শুভপুর ব্রিজ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের রাস্তা অবৈধভাবে দখল করে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। এতে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হলে সোমবার (৩০ মার্চ) দুপুর ১২ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। এইসময় সড়কে অবৈধভাবে বালু রেখে দখল করার অপরাধে দুই ব্যাক্তিকে দখল ও পুনরুদ্ধার আদেশ'র ১৯৭০ আইনে ২০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং দুপুর ৩ টার মধ্যে ঐ স্থানের বালু গুলি সরিয়ে সড়ক পরিস্কার করতে নির্দেশ প্রদান করা হয়। সময়ের মধ্য অন্যত্র সরিয়ে না নেয়া হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ারি করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.