|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার উত্তর শিবপুর সপ্রাবি’র সভাপতি হিসেবে জিসান আহম্মেদ নির্বাচিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার ২০নং উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জিসান আহমেদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিদ্যালয়ের এ উপলক্ষে এক সাধারন সভায় এলাকাবাসীর সর্বসম্মতি ও সমর্থনের ভিত্তিতে তাকে এ বিদ্যালয়ের নয়া সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
উত্তর শিবপুর গ্রামের কৃতি সন্তান,তরুন সমাজসেবক জিসান আহমেদ এই বিদ্যালয়ের সভাপতি ছাড়াও তিনি সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে এলাকায় গরীবের ডাক্তার হিসেবে পরিচিত। এছাড়া তিনি জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা) কচুয়া উপজেলা শাখার সমাজকল্যান ও ক্রিয়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সুনামের সাথে জড়িত রয়েছেন। এদিকে নয়া দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকাবাসীর বুদ্ধি-সুপরামর্শ ও দোয়া চেয়েছেন জিসান আহম্মেদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.