|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর নবাবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সাতশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগান বুকে ধারণ করে, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে, স্থানীয় দানবীরদের অর্থায়নে ও বন্দর মার্কেট যুব সংঘের সার্বিক সহযোগিতায়, নবাবপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায়, সারাবিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে, খেটে খাওয়া দুঃস্থ মানুষের জন্য
১০ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি মশারির ডাল, ১ কেজি ছোলার ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন সহ ১৭ কেজির, মোট ৭টি আইটেম এর ৭০০ টি প্যাকেট ত্রাণ সহায়তা, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন- নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা বছির আহাম্মদ, ইউপি সদস্য আমজাদ হোসেন বাচ্চু, আরিফ, সাহাব উদ্দিন প্রমূখ।
সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বন্দরমার্কেট যুবসংঘের সভাপতি মহিউদ্দিন মহিম, সদস্য জাহাঙ্গীর আলম সম্রাট,আনোয়ার ইসলাম লিটন, ইছহাক, সাইফুল, ইসমাইল, সাদ্দাম, আনোয়ার, জহির, নির্জন, জাবেদ, মুন্না ও নিসান সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.