|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে তাঁতীলীগের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির অসহায় মানুষের পাাশে দাঁড়ান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
রকি চন্দ্র সাহা:
২৮ মার্চ শনিবার রাত্রি ৭ ঘটিকায় শাহরাস্তি উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মাসুদ আলম রানা ও সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল জয় এর নিজস্ব অর্থায়নে দিন এনে দিন খেতে কষ্ট হয় এমন ব্যাক্তিদের বাছাই করে খাদ্য দ্রব্যাদি বিতরন করেন।

খাদ্য দ্রব্যাদি বিতরনের সময় উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক সাহেব ও শাহরাস্তি উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি ইউনুছ মজুমদার।

শাহরাস্তি উপজেলা তাতীলীগের সভাপতি বলেন, সকলের দোয়া থাকলে শাহরাস্তি তাঁতীলীগের পক্ষ থেকে আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।

শাহরাস্তি উপজেলা তাতীলীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল জয় বলেন,
গরীব দুঃখী অসহায় মানুষের পাশে শাহরাস্তি উপজেলা তাঁতীলীগ বিগত দিনে সবার পাশে ছিলো অাগামীতে ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.