|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারি চেয়ারম্যানের সতর্কবাণী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারি চেয়ারম্যানের সতর্কবাণী-দৈনিক বাংলার অধিকার
সুপ্রিয় ইউনিয়নবাসী
আসসালামুআলাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্য সারাবিশ্বের যে অবস্থা তাতে খুব বেশি ভালো থাকার কথা নয়। করোনা নামক মহামারী রোগের প্রাদুর্ভাবে সারা বিশ্বই আজ স্থবির হয়ে রয়েছে। এই যে এত আধুনিকতা, এত উন্নত চিকিৎসা, বিজ্ঞান নির্ভর বিশ্ব কার্যত সবই আজ অচল। সারাবিশ্বের সঙ্গে স্থল, জল ও আকাশপথের যোগাযোগ প্রায় বন্ধ। ২৮ মার্চ ২০২০ রাত ১১টা পর্যন্ত বিশ্বে সর্বমোট করোনায় আক্রান্ত ৬ লাখ ৩১ হাজার ৭৬৬ জন। আর একই সময়ে এ রোগে মারা গেছেন ২৮ হাজার ৯৯০ জন। বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশ এই করোনা মোকাবিলায় "লকডাউন" ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ সরকারও এই মহাকারী করোনা মোকাবেলায় কার্যত লকডাউন ঘোষণা করেছে।
২৬ মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। আর ভাইরাসে বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে সব পদক্ষেপই নেওয়া হচ্ছে।
কিন্তু সবচেয়ে জরুরি আমাদের সচেতন হওয়া। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, সেনাবাহিনী বা পুলিশের পক্ষে প্রত্যেকটা ইউনিয়নের পাড়া-মহল্লায় গিয়ে সামাজিক দূরত্বতা বজায় রাখা দূরুহ ব্যাপার হয়ে দাড়ায়। এ অবস্থায় আমাদের সবাইকে হতে হবে সচেতন। আমরা নিজেরা সচেতন না হলে, আমরা সরকারকে সহযোগিতা না করলে করোনা মোকাবিলা অসম্ভব হয়ে পড়বে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অতি জরুরি প্রয়োজন ছাড়া আপনারা বাড়ির বাহির হবেন না। করোনা ভাইরাসটি খুবই ছোঁয়াছে। এ রোগে খুবই দ্রুত একজন থেকে অন্্যজন আক্রান্ত হয়ে থাকেন। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশের পাঞ্জাব এলাকায় বলদেব সিং নামে একজনের সংস্পর্শে এসে ওই অঞ্চলের প্রায় ৪০ হাজার লোকের করোনাআক্রান্ত হওয়ার প্রমাণ রয়েছে।
আর করোনা যদি মহামারী আকারে আমাদের দেশে ছড়িয়ে যায় তাহলে আমাদের পক্ষে তা সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়বে। আপনারা যদি লক্ষ করেন, ইতালিতে করোনায় সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছেন। তারপর স্পেন, চীন, ইরান, আমেরিকা ও যুক্তরাজ্য রয়েছে। তাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের থেকে অনেক উন্নত। তারা যদি এত উন্নত চিকিৎসা ব্যবস্থা নিয়েও করোনা মোকাবিলা করতে হিমশিম খায়, তাহলে আমাদের সীমিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের কি হবে একবার ভেবে দেখুন।
অতএব সচেতনতা জরুরি।
আমরা ২নং বাকিলা ইউনিয়নের সকলকে আহ্বান করছি আপনারা অতি জরুরি কাজ ছাড়া ঘরের বাহির হবেন না। দোকানে বসে অযথা আড্ডা দিবেন না। আমরা ইতোমধ্যে ইউনিয়নের পক্ষ থেকে গোপন রিপোর্ট নিয়েছি। এতে দেখা যাচ্ছে যে, বাকিলা বাজারে প্রশাসন থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই চলছে। বাকিলা বাজারের পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। কিন্তু ইউনিয়নের অন্যান্য জায়গায় সেটা খুবই হতাশার। সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান, ফুলছোঁয়া ধোয়া বাড়ি সংলগ্ন চায়ের দোকান, উত্তর সন্না চায়ের দোকান, ফকিরহাট, টেকেরহাট, শ্রীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানগুলোসহ উত্তর ও দক্ষিণ শ্রীপুরে অবস্থিত প্রায় সবকটি চায়ের দোকানে প্রচুর ভিড় হয়ে থাকে।
আমরা ইউনিয়নের পক্ষ থেকে এসব দোকানগুলোকে ১ দিনের আল্টিমেটাম দিচ্ছি। আমরা আজ রবিবার (২৯ মার্চ ২০২০) পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণ করব। উল্লেখিত এলাকায় যত চায়ের দোকান রয়েছে সবগুলো দোকানের বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করবো। তারপর আপনাদের বিষয়ে প্রশাসনই সিদ্ধান্ত নিবে। সেখানে আমাদের আর করার কিছুই থাকবে না।
অতএব, সময় থাকতে সচেতন হোন। সবাই সুস্থ্য থাকুন, ভালো থাকুন। অন্যকেও ভালো থাকতে দিন।
আসুন, আমরা কিছুদিনের জন্য অসামাজিক হয়ে যাই
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমরা সামাজিক হবো
মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারি
চেয়ারম্যান
২নং বাকিলা ইউনিয়ন পরিষদ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.