|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে করোনা ভাইরাস’র জীবানু নাশক স্প্রে ছিটানো- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া পৌরসভার ফ্রেন্ডস সোসাইটি সামাজিক সংঘটনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আত্মমানবতা কাজে নিয়োজিত রেখে মানবতার তুর্যবাদক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তাই বিশ্বব্যাপি মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে পৌর এলাকার গুরুত্ব পূর্ণ স্থানে ফ্রেন্ডস সোসাইটি'র উদ্যোগে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে। ২৯ মার্চ রবিবার সকালে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, মাছ বাজার, কাঁচা বাজার, উপজেলা সহ বিভিন্ন স্থানে জীবানু নাশক ব্লিচিং পাউডার মিশ্রিত স্প্রে ছিটানো ও হ্যান্ড ওয়াস দেওয়া হয়েছে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর ফ্রেন্ডস সোসাইটি'র উপদেষ্ঠা পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব, ফ্রেন্ডস সোসাইটি'র আহবায়ক দেলোয়ার হোসেন রাজিব, সদস্য সচিব আবু সাঈদ, সদস্য মোরশেদ, স্বপন, শরীফ, জাহিদ, নাজিম উদ্দিন, মুরাদ, বাবলু, রেজাউল, রাজ্জাকসহ আরো অন্যন্য সদস্যবৃন্দ। এইসময় ফ্রেন্ডস সোসাইটি'র সদস্যরা বলেন আপনি ও আপনার পরিবারের স্বার্থে সমাজ ও দেশের স্বার্থে মরণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য অনুরোধ জানান। তারা আরে বলেন আতঙ্কিত না হয়ে আপনারা ঘরে থাকুন পরিবার ও সমাজকে রক্ষা করুন। তবেই এ মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.