|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
করোনা ভাইরাস প্রতিরোধে কচুয়ায় ইউপি সদস্য নাছির উদ্দিনের উদ্যোগে মাস্ক বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার পাথৈর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বাদ আসর গুতপুর ও বড়দৈল গ্রামে ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিনের উদ্যোগে ওই ওয়ার্ডের বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ন স্থানে জনসাধারনের নির্ধারিত স্থানে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করেন। এব্যাপারে ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নাছির উদ্দিন বলেন,বর্তমানে সারা বিশ্বে মরণব্যাধি করোনা ভাইরাসে মানুষ আতংক। তাই আমার ওয়ার্ডবাসী তথা এলাকার লোকজনকে সচেতন করতে দোকানপাট বন্ধ ও জনসমাগম না ঘটিয়ে নিশ্চিতে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করেছি।
কচুয়া: কচুয়ার গুতপুর গ্রামে করোনো প্রতিরোধে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করছেন ইউপি সদস্য নাছির উদ্দিন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.