|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় চালু করা হয়েছে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে বাজার গমনে নিরুৎসাহিত করতে চালু করা হয়েছে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম । রবিবার উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম চালু করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তাই সর্বসাধারণের কাচামাল, মুদিমাল, ঔষধসহ প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে ঘর থেকে বের হয়ে বাজারে যেন যেতে না হয় সেজন্যই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কচুয়া উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, মাননীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর স্যার এবং জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান স্যারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে বাজারে গমন নিরুৎসাহিত করতে “দোকান যাবে বাড়ী” কার্যক্রম চালু করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.