|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পৌর কাউন্সিলর হাবিবুর রহমান’র নেতৃত্বে করোনা ভাইরাস’র জীবানু নাশক স্প্রে – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব'র নেতৃত্বে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে পৌর এলাকার গুরুত্ব পূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে ছিটানো হচ্ছে। ২৮ মার্চ শনিবার সকালে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, মাছ বাজার, কাঁচা বাজার, উপজেলা সহ বিভিন্ন স্থানে জীবানু নাশক ব্লিচিং পাউডার মিশ্রিত স্প্রে ছিটানো ও হ্যান্ড ওয়াস দেওয়া হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ শাহ আলম, মোঃ নিজাম উদ্দিন সজিব, কাজি নুরুল আলম নিলু, এম দেলোয়ার হোসেন সওদাগর, দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ, স্থানীয় আমির হোসেন, জন্টু, জাহিদ সহ আরো অনেকে।
এইসময় পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন আপনি ও আপনার পরিবারের স্বার্থে সমাজ ও দেশের স্বার্থে মরণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন আতঙ্কিত না হয়ে আপনারা ঘরে থাকুন পরিবার ও সমাজকে রক্ষা করুন। তবেই এ মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.