|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
কমলনগর ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২০
সিরাজুল ইসলাম লক্ষীপুরঃ
লক্ষীপুর কমলনগর করোনা
ভাইরাস থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা মেনেই বাড়িতে থাকছেন সব পেশার মানুষ। কিন্ত যারা দিনমজুর বা সহায় সম্বলহীন তাদের অবস্থা এসময়ে খুবই শোচনীয়। এমন উপলব্ধি থেকে নিজ ইউনিয়নের অসহায় মানুষদের কে সহায়তা সামগ্রী নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি।
শনিবার ২৮ শে ফেব্রুয়ারি সকাল তিনি নিজেই ট্রাক চালিয়ে হাজী ফাজিল মিয়া হাট সহ প্রত্যেকটি ওয়ার্ড অসহায় পরিবারদের বাড়িতে গিয়ে সহায়তা সাম্গ্রী পৌঁছে দেন। এরআগে বিকেলে তিনি মেপে প্যাকেটজাত করেন ওসকল সহায়তা সামগ্রী। রাতে তার সহায়তা পেয়েছে দিনমজুর, রিকসা চালক এবং শ্রমিক শ্রেনীর মানুষেরা।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু পেয়াজসহ কয়েকটি প্রয়োজনীয় খাদ্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.