|| ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে নিত্য পণ্য সামগ্রী বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২০
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান, মুন্সীগন্জ:
করোনা ভাইরাসের মোকাবেলায় রীতিমতো যুদ্ধ চলছে। সরকার পুরো বাংলাদেশ লকডাউন করে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। আর এসময় খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ব্যক্তিগত ভাবে কেউ তাদের খোজ নিচ্ছে না। সবাই নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত। আর এঅবস্থায় খেটে খাওয়া মানুষগুলোর পাসে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার। শুক্রবার ২৭ মার্চ সকাল থেকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২৫০ টি অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে পৌছে দেন চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনিয় পণ্য। এগুলো পেয়ে পরিবার গুলোর মধ্যে আনদ বিরাজ করছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.