|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাহরাস্থিতে করোনা মোকাবেলায় দিনভর আইন-শৃঙ্খলা রক্ষার পেশাগত দায়িত্ব পালনে ওসি শাহ আলম এল এল বি – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২০
সিদ্দিকুর রহমান নয়নঃ
চাঁদপুরের শাহরাস্তিতে করোনা মোকাবেলায় ওসি শাহ আলম কে মাঠে জোর তৎপর ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।দিনভর আইন-শৃঙ্খলা রক্ষার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি করোনার সতর্ক বানী নিয়ে ছুটছেন মাঠে ময়দানে।
সেই সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান-পাট বন্ধ রয়েছে কিনা,ঔষুধপত্র কিংবা কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দোকানিরা বেশি নিচ্ছে কিনা?ক্রেতাগণ সামাজিক দূরুত্ব বজায় রাখছে কি না? সড়কে গণপরিবহন চলছে কিনা? গণজামায়েত হচ্ছে কিনা? এসব বিষয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে তিনি সঙ্গীয় ফোর্সসহ নজরদারি করছেন।খোঁজ-খবর নিয়ে জানা গেছে,শুধুমাত্র করোনা মোকাবেলাতেই পুলিশ সুপারের নির্দেশে ওসি শাহ আলম নানামুখি পদক্ষেপ বাস্তবায়ন করছেন। তিনি মানুষকে জেলা পুলিশের পক্ষে সচেতনতামূলক লিফলেট পর্যন্ত বিতরণ করেছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে জনসম্মুখে নিজ বক্তব্যে সরকারি নির্দেশনা মানার জন্য বিনয়েরসহিত অনুরোধ জানিয়েছেন। বিদেশ ফেরতদের তিনি হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ ও এর সুফলতা সম্পর্কে বুজানোর চেষ্টা করছেন। এদিকে ২৬শে মার্চ শুক্রবার এক সাক্ষাৎকারে শাহারাস্থি থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, করোনা মোকাবেলায় চাই সতর্কতা ও সচেতনতা। তাই সরকারি নির্দেশগুলো নিজে মেনে চলি এবং অন্যকে মেনে চলার পরামর্শ দিচ্ছি।প্রয়োজন ছাড়া কারোরই বাড়ির বাইরে ঘোরাঘুরি করার প্রয়োজন নেই। তিনি সমসাময়িক পরিকল্পনা নিয়ে জানান, গ্রামঞ্চলগুলোতে কিছু চায়ের দোকান ও পারামহল্লায় এখনো গণজামায়েত হওয়ার বিভিন্নভাবে খবর পাচ্ছি। তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে রোগ নিয়ে খেলা করবেন না। কারন আপনি নিজেও জানবেন না কিভাবে এই করোনা রোগে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন। তাই সতর্ক থাকুন সুস্থ্য থাকুন।আমরা শাহরাস্থিবাসীর স্বার্থে যেকোন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। আল্লাহ সবাইকে সুস্থ্য রাখুক এই প্রত্যাশা করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.