|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের লাউডোবে করোনা মোকাবেলায় চেয়ারম্যান সরোজিতের রায়ে’র ব্যক্তি উদ্যোগে মাস্ক ও হাতধোয়ার সামগ্রী বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২০
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
করোনা আতঙ্ক নয়, সতর্ক হোন এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে আজ ২৭ মার্চ বিকালের দিকে নিজ উদ্যোগে বস্তি, পথচারী, ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ ও হাত ধোয়ার ব্যাবস্থা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও লাউডোব ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান শ্রী সসরোজিত কুমার রায়।
উপজেলার লাউডোবে সর্বস্তরেরর মানুষ সেবা নিতে আশা সকলকে হাত ধুয়ে জীবাণু মুক্ত থাকতে উৎসাহ প্রদান করতে এলাকার বিভিন্ন স্থানে হাতধোয়া পানির ট্যাব স্থাপন করেছেন।
সামাজিক সচেতনতামূলক প্রচারণার অংশ হিসাবে প্রতিটি ওর্য়ার্ড মহল্লায় এবং গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ, মাইকিং করার ব্যাবস্থা গ্রহণ করেন চেয়ারম্যান সরোজিত কুমার রায় ।
এ সময় উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজিত কুমার রায় বলেন আসুন করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হই। নিজে সচেতন হই, পরিবার-পরিজন ও আশেপাশের সকলকে সচেতন করি। সংক্রমণ থেকে রক্ষাপেতে নিয়মিত সাবান বা হান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত থাকি। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বাহির হই। সকলে সচেতন হলেই কেবলমাত্র এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।তিনি আরো বলেন করোনার বিস্তার রোধে মেনে চলুন হোম কোয়ারেন্টাইন প্রক্রিয়া। নিজেকে অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন রাখুন, দায়িত্বশীল আচরণ করুন। যাবতীয় কাজ ঘরে বসেই সেরে নিন। আপনার দায়িত্বশীল আচরণই পারে অসংখ্যা জীবনকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে। এ সময় তার সাথে ছিলেন এসডি টিভির সার্বিক পরিচালক স্বপন কুমার রায়,সাংবাদিক তুষার দাস,ইউক্যাবল নেটর্ওাকের খুটাখালী বাজার পরিচালক অরুন দাস,ইউপি সদস্য প্রদিপ সরদার, সবুজ সরকার,গৌতম Fwv মনিকা রায়, তপন রায়,সাহা,প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.