|| ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হল শহীদ মিনার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২০
সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর
প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছে শহীদ মিনারটি।২০০৬ সালের ২০সেপ্টেম্বর কমলনগর উপজেলা গঠিত হয়। উপজেলা গঠনের পর থেকে এখানে কেন্দ্রীয় কোনো শহীদ মিনার ছিল না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ নানান দিবসে উপকূল কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হত। এখন থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে সবাই।জানা গেছে, কয়েক বছর আগে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণের উদ্যোগে নেওয়া হয়। অংশ বিশেষ নির্মাণ করার পর সেটি আর করা হয়নি; কাজ বন্ধ হয়ে যায়। এভাবেই বছরের পর বছর ওই অংশ বিশেষ পড়ে থাকলেও সরকারি-বেসরকারি কিংবা ব্যক্তিগত উদ্যোগে কেউ এগিয়ে আসেনি। অবশেষে উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন; ব্যক্তিগত অর্থে ২৫মার্চ নির্মাণ কাজ শেষ করেন।কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি বলেন, উপজেলা পরিষদে শহীদ মিনার নির্মাণে কোনো অর্থ বরাদ্দ নেই। যে কারণে ব্যক্তিগত টাকায় শহীদ নিমান নির্মাণ করেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.