|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজনগরে বিভিন্ন গ্রামে সাবান মাস্ক বিতরণ করলো সমাজসেবা সংগঠন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২০
মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি।প্রিয় মাতৃভূমি ভাল তাকবে দেশের মানুষ সুখে শান্তিতে তাকবে।দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। জাতির এ ক্লান্তি লগনে যখন করোনা নামক ভাইরাসের পুরো পৃথিবী আজ হিমশিম খাচ্ছে। পৃথিবীর উন্নত দেশ গুলি উন্নত প্রযুক্তি ব্যবহার করে ও মরণব্যাধি এই ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না।দেশর বিত্তবান, ব্যবসায়ী,শিল্পপতি,সমাজসেবক, প্রবীণ, নবীন, তরুণ, শিক্ষক, সাংবাদিক, সকলস্তরের মানুষ আজ নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। ঠিক জাতির এ ক্লান্তি লগনে করোনা নামক মরণব্যাধি এ ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউপির সুনামধন্য স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন "সমাজসেবা জোড়াপুর " নামক সংগঠনটি ব্যাপক কর্মসূচি নিয়েছে। প্রবাসী ও দেশের তরুণ সমাজ, এলাকার দানবীর, সমাজসেবীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় গত২৫মার্চ উপজেলার জোড়াপুর, রুস্তমপুর,সফাতপুর গ্রামে করোনা ভাইরাস মোকাবিলায় ও জনসচেতনতা বৃদ্ধিতে মানুষের মাঝে সর্তকতা মূলক লিফলেট, হাত ধোঁয়ার সাবান,আরবি ও বাংলায় অনুবাদ করা বিভিন্ন ভাইরাস ও সংক্রমণ থেকে বাঁচার
লেমেনেটিং কৃত লিফলেট বিতরণ করা হয়। সমাজসেবা জোড়াপুর সংগঠনের নিবেদিত প্রাণ তরুণ সংগঠক রুমেন আহমদ আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন ৩টি গ্রামের অসহায় পাঁচশত পরিবারের মধ্যে ৫০০শত সাবান ৫০০শত মাস্ক বিতরণ করা হয়েছেে। এ বিতরণ কালে সংগঠনের সদস্য ও এলাকার তরুণ সমাজ সেবকসহ প্রবাসীরা অংশ গ্রহণ করেন। তরুণ সংগঠক রুমেন আহমদ, বলেন এই ভাইরাস মোকাবিলায় সামগ্রী ক্রয়ে সার্বিক সহযোগিতা মানবতার হাত বাড়িয়ে দিয়েছে যে সকল প্রবাসী ও দেশের এলাকার বিশিষ্ট দানবীয় হৃদয়বান ব্যক্তিদের সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.