|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
মুক্তাগাছায় অগ্রদূত সংস্থার স্প্রে,লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ – দৈনিক বাংলার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২০
আজ(২৬শে মার্চ)অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে মময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৮ নং দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজার, রাঙামাটিয়া বাজার,শুকপাটুলী বাজার,কাঠবাওলা বাজার,রাজাবাড়ি বাজারসহ প্রায় প্রতিটি বাজারে, দোকানে, যানবাহনে জীবাণু নাশক স্প্রে করা হয়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা তৈরিতে প্রায় এক হাজার লিফলেট, নিম্ন আয়ের মানুষের মাঝে শতাধিক মাস্ক এবং ইউনিয়নের প্রায় প্রতিটি মসজিদে শতাধিক সাবান বিতরণ করা হয়।
আজকের কর্মসূচিতে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের মাঝে মোঃ হাসিব,হাসিবুর রহমান হাসিব,রাছেল সরকার,আর.বি রোমান,তারেক মাহমুদ,শাওন খান,মামুন,ইমন,সাগরসহ আরও অনেকেই উপস্থিত থেকে আজকের কর্মসূচি সফল করেছেন।
অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক এম.জে.এইচ নোমান জানান,চীনের উহান প্রদেশ থেকে নোভেল করোনা ভাইরাস উৎপত্তি হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। বিশ্বব্যাপী দিন দিন মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।অনেক দেশ লকডাউন হয়ে গেছে। এই মহামারি থেকে বাঁচতে নিজেদের সতর্কতা প্রয়োজন। আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলে সঠিক কর্মকৌশল, পরিকল্পনা গ্রহণ করে নিজেদের সতর্ক থাকতে হবে।সবাই বাড়িতে অবস্থা করে নিজেদের নিরাপত্তা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।
কর্মসূচি সফল করতে সংগঠনের সকল সম্মানিত সদস্যদের ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.