|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
লকডাউনে পুরো চাঁদপুর জেলা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২০
মোঃ ইমান হোসাইন, চাঁদপুর প্রতিনিধিঃ
বর্তমান বিশ্বের প্রায় ১৯৭ টি দেশ করোনা আক্রান্ত হলেও প্রায় পুরো বিশ্ব এর আতঙ্কে দিনাতিপাত করছে। থমকে গেছে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্হা।উন্নত বিশ্বের সকল দেশ থেকে শুরু করে সকল দেশেই
চলছে এ ভাইরাস থেকে উত্তরণের চেষ্টা। এরই মধ্যে চীন,আমেরিকা সহ উন্নত দেশের বিজ্ঞানীগন দিন রাত গবেষণা করে যাচ্ছেন এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য।বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ কিছু প্রবাসীর মাধ্যমে ছড়ালেও বাংলাদেশ সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা,নীতির কারনে আল্লাহ উন্নত বিশ্বের তুলনায় আমাদেরকে অনেক হেফাজতে রেখেছেন। তার পরও দেশের আপামর জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা ও সুস্থতার কথা চিন্তা করে সরকার সারাদেশে লকডাউন নীতি অবলম্বন করেছে।লকডাউনে যেন কোন অপ্রিতীকর ঘটনা না ঘটে এবং মানুষ নিরাপত্তাহীনতায় না থেকে যথাযথভাবেপালন করতে পারে এজন্য এরি মধ্যে সারাদেশে বাংলাদেশ
সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে।এই আপতকালিন সময়ে জনগনের মৌলিক চাহিদা পূরন করার জন্য ঔষধের দোকান,হসপিটাল, খাদ্যের দোকান,কাঁচাবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসমাগম এড়াতে সকল সরকারি প্রতিষ্ঠান আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে, নৌযান, রেল সহ দূরপাল্লার যান স্থগিত করা হয়েছে, সকল ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।তার ধারাবাহিকতায় চাঁদপুর শহরের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দোকান পাঠ বন্ধ রেখে চাঁদপুর বাসী লকডাউন পালন করছে।বন্ধ রয়েছে সকল ছোট বড় যান চলাচল।মানুষ খুব আতঙ্কের মধ্যে থাকলেও সররকারের এ নীতির ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই বলেন এ অবস্থায় সরকার যদি আপদকালীন সময়ের মধ্যে বিভিন্ন এন.জি.ওর কিস্তি,গ্যাস বিল,বিদ্যুৎ বিল,বাসা ভাড়া স্থগিত রাখার ব্যবস্হা সহ যাবতীয় করের টাকা মওকুফ কিংবা স্থগিত রেখে নিত্যকার অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারেন এবং দিনমজুর শ্রেনীর মানুষের জন্য সরকারের কোষাগার থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরন করে তবে সবাই যথার্থই উপকৃত হবে।সবচেয়ে ভালো খবর হলো সাধারণ মানুষ সরকারের এ পদক্ষেপ কে আতঙ্কের মধ্যেও সাদরে গ্রহণ করেছে।আশা করা যায় সরকারের সঠিক মনিটরিং ও প্রয়োজনীয় সেবা পেলে সবাই এ মরণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাবে দেশবাসী।সবশেষে বলবো জনগন যদি অধৈর্য্য না হয়ে সরকারের বেধে দেয়া নিয়মনীতি গুলো যথাযথভাবে পালন করে বিশ্বাস আমরা ভয়কে জয় করতে পারবো।আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস সহ সকল আজাব থেকে হেফাজত করুন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.