|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণের জন্য একটি বিশেষ ঘোষণা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২০
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধের লক্ষ্যে সকল মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে হাজীগঞ্জ উপজেলায়--
★সকল ধরণের সভা-সমাবেশ, সেমিনার,সামাজিক অনুষ্ঠান,ধর্মীয় সমাবেশ,সাংস্কৃতিক কর্মকান্ড,চা-স্টল,হোটেল রেস্তোরাঁয় আড্ডাসহ সকল প্রকার গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হল।
★কাচাবাজার,খাবার ও ওষুধের দোকান,হাসপাতাল এবং জরুরি সেবাসমূহ চালু থাকবে।
★খাদ্যদ্রব্য, ওষুধ, চিকিৎসা, মৃতদেহ দাফন/সৎকার ব্যতীত কেউ নিজ গৃহ থেকে বের হবেন না।
★জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে অবশ্যই প্রমাণপত্রসহ বের হতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী/ সেনাবাহিনীকে তা দেখাতে হবে।
★জরুরি প্রয়োজন ব্যতীত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ থাকবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যার যার ঘরে থাকুন,করোনা ভাইরাস প্রতিরোধ করুন।
অনুরোধক্রমে:
বৈশাখী বড়ুয়া
উপজেলা নির্বাহী অফিসার
হাজীগঞ্জ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.