|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় ১১ বাড়ি লকডাউন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২০
মোঃ জুয়েল রানা(নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় এক যুবককে (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সৈয়দপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে তাকে রমেকে ভর্তির সিদ্ধান্ত হলে স্বাস্থ্য বিভাগের সহায়তায় আজ মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের অ্যাম্বুলেন্সে বিশেষ ব্যবস্থায় তাকে পাঠানো হয়।
তবে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ শহীদুল্লাহ জানান, করোনাভাইরাসের উপসর্গ হিসেবে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় ওই যুবককে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে সৈয়দপুর করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার করোনাভাইরাস আক্রান্ত সন্দেহের ওই যুবকের বাড়ির চারপাশে ৪টি দোকানসহ ১১টি বাড়ির লোকজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সিসি নিউজকে নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, তিনি সম্প্রতি ঢাকায় অবস্থান করেছিলেন। ৪ দিন আগে বাড়িতে এসেছেন। তবে তিনি বিদেশ ভ্রমন করেননি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.