|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জের অসহায় চন্দন কে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সাস্থ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২০
নিজস্ব প্রতিবেদন,
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্ভুক্ত
চন্দন সূত্র ধর অনার্স মাস্টাস শেষ করে সি-এ অধ্যায়নরত এক জন মেধাবী ছাত্র, অনেক অনেক ঘুরাঘুরি করে কোন একটি সরকারী হাসপাতালে টাকার জন্য ভর্তি করতে পারছেন না পরিবারটি,।
চন্দন( জি বি এস) নামক একটি রোগে আক্রান্ত, চন্দনের ভাই দৈনিক বাংলার অধিকার কে জানান আমরা আওয়ামীলীগ পরিবারের সন্তান। তাই সরকারের উচ্ছ পর্যায়ে আকুল আবেদন আমার ভাই কে বাঁচান। যদি আমার ভাই কে সহোযোগিতা করতে চান।
দেশে হাজার বিত্তবান মানুষ আছেন যাদের টাকা পয়সা আছে কিন্তু কোন কাজে আসছেনা। আর দেশে করোনা ভাইরাস এর মত একটি রোগ ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই আতঙ্কিত। আমরা কি পারিনা চন্দনের পরিবারকে সহযোগিতা করে তার জীবনটাকে বদলে দিতে। সে বাঁচতে চায় আসুন আমরা সকলে মিলে সাহায্যর হাত বাড়ীয়ে দেই।
01816179599 এই নাম্বারে যোগাযোগ করবেন।
নিউজ সেয়ার করুন আপনার সেয়ার টি পৌঁছে দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী প্রজন্ত।
সম্পাদক ঃ
দৈনিক বাংলার অধিকার
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.