|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে পৌর মেয়রের মাস্ক ও সাবান বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২০
খালেকুজ্জামান শামীম :
হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন এর নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের একটি সমন্বিত টিম করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে হাজীগঞ্জ বাজারে লিফলেট,মাস্ক, সাবান বিতরণ করেন।
এ সময় সকলকে বেশী বেশী হাত ধোয়া, বিদেশ ফেরত দেন বাধ্যতামূলক হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেন পৌর মেয়র।
সোমবার সকালে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড চৌরাস্তা থেকে বাজার প্রদক্ষিণ করে হাজিগঞ্জ পৌর ভবন প্রাঙ্গণে সচেতনতা কার্যক্রম শেষ হয়। মেয়র এই কার্যক্রমে হাজীগঞ্জের রিকশা চালক, যানবাহনের চালক হকার ছিন্নমূল জনগনকে সাহায্যের হাত বাড়াতে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.