|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোণায় ২৪ ঘন্টায় আরও ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২০
আল-আমিন, নেত্রকোনা: নেত্রকোণায় ২৪ ঘন্টায় আরও ২১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মোট ১২১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া ২১ জন প্রবাসী সুস্থ হয়েছেন বলে জানান নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম।
এদিকে নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, জেলার কলমাকান্দায় হোম কোয়ারেন্টাইনে না থেকে দোকানে আড্ডা দেয়ার কারনে গ্রীস ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমনা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও জেলায় প্রায় সাড়ে সাতশত পালিয়ে থাকা প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য খোঁজছে পুলিশ।
এদিকে সার্বক্ষণিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের খোজ খবর রাখছেন। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই ভাল আছেন বলে জানান সিভিল সার্জন।
আল-আমিন নেত্রকোনা
২৩/৩/২০২০
০১৭২৪৬৫৭৭৩৭
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.