|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নীলফামারী জেলা প্রশাসকের হাতে ফগার মেশিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২০
মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহর পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে নীলফামারী পৌরসভা। এছাড়াও শহরের পনেরটি পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
সোমবার দুপুরে নিজ হাতে ফগার মেশিন নিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। শহরের ডিসি অফিস প্রাঙ্গণে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়।
এ সময়ে ডিসি অফিস প্রাঙ্গণ, আশপাশ সড়ক পরিষ্কার এবং ড্রেনে স্প্রে করেন তিনি।
এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর মরতুজ আলী উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশ সুপার কার্যালয়ে নিজ হাতে হ্যান্ড স্প্রে নিয়ে সড়ক জীবানু নাশক করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.