|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
আগে বিপদ সম্পর্কে চীন সতর্ক করলে বিশ্বে এই পরিস্থিতি আজ এরকম হতো না: ট্রাম্প -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২০
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। মারা গিয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। চীনের পর ইতালির অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগে বিপদ সম্পর্কে চীন সতর্ক করলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তাতে চীনেরও লাভ হয়নি বলে জানান তিনি।
এক প্রেস বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘করোনাভাইরাস সমস্যা জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে কোনো তথ্যই ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। চীনের কোনো উপকার হচ্ছে না। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। নরক হয়ে গেছে চীন। সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে আমার কথা হয়েছে। এটুকুই বলব যে, তারা আমাদের আগে জানাতে পারত।’
সাংবাদিক সম্মোলনে মার্কিন প্রেসিডেন্টের দাবি, চীন করোনাভাইরাস সম্পর্কে খুব গোপনীয়তা অবলম্বন করেছে। যেটা দুর্ভাগ্যজনক।
ট্রাম্প বলেন যে, তিনি চীনকে অত্যন্ত সম্মান করেন এবং তার (শি জিনপিং) এর সঙ্গে খুব ভাল সম্পর্ক রয়েছে, তবে হতাশার বিষয়, করোনভাইরাসের গুরুতরতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে অসৎ পথে হেঁটেছে বেইজিং।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.