|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে ঋণের কিস্তি বন্ধসহ আটদফা নির্দেশনা জারি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোর বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি আদায় বন্ধসহ আট দফা নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এসব নির্দেশনা পালনে জনসাধারণকে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৯/৩/২০২০ দৈনিক বাংলার অধিকার এ প্রকাশিত হয়েছে NGO গুলোর কিস্তি পরিশোধ বন্ধের জন্য আবেদন করা হয় সৈই প্রক্ষিতে আজ (২২শে মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
নির্দেশনাগুলো হলঃ
* বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে
* টি- স্টল,রেস্তোরাঁ সমূহে বসে খাবার গ্রহণ করা যাবে না। পার্সেল আকারে ক্রয়-বিক্রয় করা যাবে।
* কোনো হোটেল, চায়ের দোকান বা অন্য কোনো দোকানে টিভি/ক্যারম বোর্ড রাখা যাবে না।
* সাপ্তাহিক বড় হাটসমূহ আগামী ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে সেখানে প্রতিদিন প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে।
*স্ব-স্ব বিভাগ নিজেদের প্রয়োজনে পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট এর ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
*জেলা ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থা করে প্রশাসনকে সহায়তা করবেন।
* ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণ জমায়েত এড়ানোর স্বার্থে এ জেলার এনজিও কর্তৃপক্ষ সমূহকে তাদের লোনের কিস্তি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে অনুরোধ জানানো হলো।
* জনসাধারণকে বিনা প্রয়োজনে যত্রতত্র ঘরের বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হলো।
সারা বাংলাদেশ কিস্তি উঠানো বন্ধ করা হোক করোনা ভাইরাস সংক্রামিত প্রজন্ত।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, এগুলো সবাইকে মেনে চলতে হবে।
নিউজ টি সেয়ার করার জন্য অনুরোধ রইলো
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.