|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
দ্রব্যমূল্য স্থিতিশীল ও করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্ক করতে সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ: সোনাগাজী (ফেনী) থেকে:-
২২শে মার্চ বিকেলে সোনাগাজী উপজেলার মনগাজী বাজার, সোনাপুর বাজার, বাদামতলী বাজার, ভোরবাজার ও নবাবপুর বাজারে করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্রব্য মূল্য ও বাজার স্থিতিশীল রাখতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।
পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধ করতে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় ৯ জনকে ৪৭,০০০/- টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সোনাপুর বাজার সংলগ্ন স'মিলকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০,০০০/- জরিমানা করা হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা সাবধান। তিনি জনসাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ জানান, এছাড়া অতি গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত বাড়িতে অবস্থানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান ও সকলের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.