|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
নান্দাইলে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২০
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিহের নান্দাইলে শনিবার(২১ মার্চ) করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে নান্দাইল উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চেয়ারম্যান ও মেয়র ১১৭ টি ওয়ার্ডের মেম্বার সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এডমিনিস্ট্রেটর (ইউ এইচ এ) ডা. ইকবাল আহম্মেদ নাসের করোনা প্রতিরোধে প্রবাসীদের অবস্থানগত বর্তমান অবস্থা ও করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
পরে ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের সাথে এক ভিডিও কনফারেন্স এ যোগ দেন। সে সময় উপজেলা নির্বাহী অফিসার জানান এ উপজেলায় ৫১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
ইতিমধ্যে নান্দাইল উপজেলায় ১শত ৮৮ জন প্রবাসী এসেছেন। তাদের মধ্যে ১ শত ১২ জনকে চিহ্নিত করা হয়েছে। নান্দাইলে বিভিন্ন জনসমাবেশসহ, বিভিন্ন জনবহুল ধর্মীয় অনুষ্ঠান, কোচিংসেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। হাসপতালে ৫ শয্যার আইসোলেশন এবং স্থানীয় সমূর্ত্ত জাহান মহিলা কলেজে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
ভিডিও কনফারেন্স শেষে প্রবাসী অথবা এলাকায় নতুন কারো আসা ও করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রদানের জন্য চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে সরকারের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.