|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের সাংবাদিক ডোফুরা’র পিতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দো’য়া মাহ্ফিল অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২০
মো. মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর ।।
দিনাজপুর শহরের চাউলিয়াপট্টিস্হ নিজ বাসভবনে জাতীয় পত্রিকা দৈনিক গণজাগরণের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান (ডোফুরা), মোঃ মাজিদুর রহমান (দুলাল) ও মোঃ মমিনুর রহমান (মমিন) এর পিতা মরহুম আব্দুর রহমান এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে আয়োজন করা হয় দো'য়া ও মিলাদ মাহ্ফিল।
২০ মার্চ, ২০২০ শুক্রবার অনুষ্ঠিত মিলাদ মাহ্ফিলে অংশগ্রহণ করেন আত্নীয়-স্বজন, প্রতিবেশীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম আব্দুর রহমান ১৯৩২ সালের ৮ জুন (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী) দিনাজপুর বিরল উপজেলার মোখলেশপুর (জয়হার) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-মরহুম কালু মোহাম্মদ, মাতা-মরহুম কিলমন নেছা। তিনি ৪ পুত্র ও ৫ কন্যার জনক ছিলেন।
উল্লেখ্য যে, ২১ মার্চ, ২০১৮ বুধবার সকাল ৭ টায় মরহুম আব্দুর রহমান দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, আত্নীয়-স্বজন, বন্ধু -বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন-মরহুমের ২য় মৃত্যুবার্ষিকীতে সবাই দো'য়া করবেন। আল্লাহ্ যেনো উনাকে জান্নাতবাসী করেন।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.