|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনা প্রতিরোধে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগ ও লিফটের বিতরণ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরো:
পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় সাধারন জনগনের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামমূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় পুঠিয়া সার্কেল অফিসার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের লক্ষণ ও কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। সকলকে সচেতন থাকার এবং গুজব থেকে বিরত থাকার
পরামর্শ করা হয়। পুলিশ সুপার লিফলেট বিতরণকালে বিদেশ ফেরত নাগরিকদের দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ রেখে কোয়ারেন্টাইন যথাযথভাবে মেনে চলার আহবান জানান এবং এ বিষয়টি থানা এলাকায় প্রচার করার জন্য থানার অফিসার ইনচার্জকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সকলকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার বিশেষ আহবান জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.