|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
করোনায় রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২০
সিরাজুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর রামগতিতে করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন এক সচেতনতামূলক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, ‘সম্মানিত রামগতিবাসি ও পর্যটকবৃন্দ সতর্ক থাকুন। অনুগ্রহ করে আলেকজান্ডার মেঘনা বিচ’এ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবেন না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা
হয়েছে, এসময় শিক্ষার্থীরা নিরাপদে ঘরে অবস্থান করবে; বাইরে বেড়ানো বা কোচিং করা যাবে না। সকল স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদে থাকতে সহায়তা করুন’।
জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা নদীর তীর একটি আকর্ষনীয় স্থান। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এলাকাটি। করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.