|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ প্রেসক্লাবের লিপলেট বিতরন : মসজিদে কান্না আর কান্না- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২০
হাজীগঞ্জ থেকে প্রতিনিধি :
করোনা ভাইরাস সচেতনতায় হাজীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান লিপলেট বিতরন করেছে।শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন সমজিদে এ লিপলেট বিতরন করা হয়। এছাড়াও উপজেলার সবকটি মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। হাজীগঞ্জে ঐতিহাসিক রড় মসজিদের ইমাম ও খতিবের কান্না ও শত শত মুসল্লিদে কান্নায় স্তব্ধ হয়ে পড়ে সব। মরনব্যাধি এ ভাইরাস থেকে বাঁচতে মুসল্লিরা মুনাজাতে আল্লাহর দরবারে কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে অধিকাংশ মসজিদে খতমে ইউনুছের আয়োজন করে বিশেষ মুনাজাত করা হয়। হাজীগঞ্জ প্রেসক্লাবের উদ্ধোগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় সমজিদ, বায়তুল আমান ছোট মসজি ও মোহাম্মাদপুর পশ্চিমপাড়া জামে মসজিদে খতমে ইউনুছ, মিলাদ ও দোয়া করা হয়। সে সাথে সচেতনতামুলক লিপলেট বিতরন করা হয়।হাজীগঞ্জ বড়মসজিদে দোয়ায় অংশ নেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন সাধারন সম্পাদক এনায়েত মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ, ঐতিহাসিক ছোট মসজিদে অংশনেন হাজীগঞ্জ প্রেসক্লাবে সাহিত্য সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক মনজুর আলম পাটোয়ারি, মোহাম্মদপুর পশ্চিমপাড়া দরবার শরিফ জামে মসজিদে অংশ নেন হাজীগঞ্জ প্রেসক্লাবের পরবর্তি মেয়াদের সভাপতি খালেকুজ্জামান শামীম। এছাড়াও হাজীগঞ্জ রোটারি ক্লাব, হাজীগঞ্জ থানা পুলিশসহ অন্যান্য প্রতিষ্ঠান লিপলেট বিতরন করেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.