|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে এবং মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ: সোনাগাজী (ফেনী) থেকে:-
করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে দেশবাসীর মুক্তি কামনা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি সহ নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে সোনাগাজী পৌরসভার হালিমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী ঘোষিত মুজিববর্ষের উপহার গৃহহীনদের ঘর পাওয়ার উপযুক্তদের তালিকা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা, মোঃ ইয়াছিন, ইমাম উদ্দিন ভূঞা, মহিলা কাউন্সিলর মনিহার বেগম, যুবলীগ নেতা মুজিব, ছাত্রলীগ নেতা আতিক, হালিমিয়া মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.