|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহী দূর্গাপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরো : রাজশাহীর দূর্গাপুরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগনকে এ বিষয়ে যে কোন তথ্য সরবরাহের জন্য কন্ট্রোল রুম চালু করেছে দূর্গাপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধার সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দূর্গাপুর উপজেলার সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে, উপজেলা প্রশাসন, দূর্গাপুর, রাজশাহী কতৃক নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় তথ্য প্রদান ও সহায়তা পেতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত যেকোন রোগীর তথ্য এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গের তথ্য সহ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর স্বাস্থ্য সহায়তা পেতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এর আগে করোনা ভাইরাস ঠেকাতে উপজেলায় যেকোন ধরনের সভা সমাবেশ, বিয়ের অনুষ্ঠান বা যে কোন গনজমায়েত এর উপর নিষেধাক্কা প্রদান করে উপজেলা প্রশাসন। নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দূর্গাপুরবাসী।
টেলিফোন নাম্বার : ০৭২২৪-৫৬০৬০
মোবাইল নাম্বার : ০১৫২১-৫৭৯১৪১
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.