|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২০
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম রাখায় বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে নান্দাইল উপজেলা প্রশাসন।
আলাদা আলাদা ভাবে অভিযান পরিচালনা করেন ইউ এন ও আব্দুর রহিম সুজন ও সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার।
আজ বিকালে ইউ এন ও সুজন উপজেলার নান্দাইল রোড ও নান্দাইল চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন পণ্যের অতিরিক্ত দাম রাখায় ছয় দোকানীকে ২৫ হাজর টাকা অর্থ দন্ড দেয়।
পরবর্তীতে আজ সন্ধ্যার পর নান্দাইল উপজেলা সদরে পেঁয়াজ রসুন চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন পাইকারি ও খুচরা দোখানে অভিযান চালিয়ে বিভিন্ন পণ্যের অতিরিক্ত দাম রাখায় সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার একাধিক দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা করে।
ইউ এন ও সুজন বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম রাখতে না পারে সে ব্যাপারে নান্দাইল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.