|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় প্রানঘাতি করোনা ভাইরাস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া পৌরসভাধীন পূর্ব ছাগলনাইয়া আওয়ামী পরিবার'র উদ্যোগে বিশ্বব্যাপী প্রানঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠান'র আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) জুমা নামাজ পর উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানটি পূর্ব ছাগলনাইয়া বেছাগাজী ভুঁইয়া বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী প্রানঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও পূর্ব ছাগলনাইয়ার ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেন, পৌর যুবলীগ'র প্রচার সম্পাদক মীর আব্দুল বাকী, পৌর যুবলীগ'র সদস্য ও ৯ নং ওয়ার্ড যুবলীগ'র সাধারন সম্পাদক গাজী সাদ্দাম হোসেন ভুঁইয়া সহ মসজিদ পরিচালনা কমিটি'র সদস্যবৃন্দ ও মুসল্লীবর্গ। একইভাবে বেছাগাজী ভূঁইয়া বাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচলনা কমিটির সভাপতি এনামুল হক কায়সার ভুঁইয়া সহ সকল সদস্য ও মুসল্লীবৃন্দ। হিছাচরা নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক ও উক্ত মসজিদ'র খতিব মাওলানা মোঃ শহীদউল্যাহ্'র পরিচালনায় পৃথক পৃথকভাবে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.