|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার দক্ষিন বিতারায় বিধবার বসতঘর পুড়ে ছাই- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ার দক্ষিন বিতারা গ্রামে এক বিধবার ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিতারা গ্রামের আয়েশা বেগমের বসতঘরে এ অগ্নিকান্ড ঘটে।
ক্ষতিগ্রস্থ আয়েশা বেগম ও ছেল তাফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার কে বা কাহারা রাতের অাধারে বসতঘরে শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়। জীবন বাজি রেখে ঘর থেকে বেরিয়ে রক্ষা পাই। বাড়ির লোকজন আগুনের লেলিহান দেখে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে ওই বিধবার বসতঘরে থাকা নগদ ২০ হাজার টাকা,আসবাবপত্র ও স্বর্নালঙ্কারসহ প্রায় ২লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। অগ্নিকান্ডের ঘটনায় বিধবা আয়েশা বেগম,ছেলে তাফাজ্জল ও মোফাজ্জল হোসেন ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এঘটনা যারা প্রকৃত ভাবে দোষী তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.